সামাজিক সংগঠন “অপ্রতিরোধ্য বাংলাদেশ” এর উদ্যোগে পবিত্র রমজান মাসে অসহায় ও দু:স্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২৯ এপ্রিল চট্টগ্রাম নগরীর মেডিকেল কলেজের স্টাফ কোয়ার্টারের সামনে ইফতারের বুথ স্থাপন করে অসহায় এবং হতদরিদ্র ৫০০ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অপ্রতিরোধ্য বাংলাদেশ এর সভাপতি আদনান এলাহী তুহিনের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গিয়াস উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য নুরুল আনোয়ার,বেসরকারি কারা-পরিদর্শক ইয়াসির আরাফাত কচি, বাংলাদেশ ওয়েল ফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, অপ্রতিরোধ্য বাংলাদেশ সংগঠনের উপদেষ্টা আলী আকবর চৌধুরী মিন্টু, বিশিষ্ট সমাজসেবক এটিএম মনজুরুল ইসলাম রতন ও অপ্রতিরোধ্য বাংলাদেশ এর সাধারণ সম্পাদক তৌফিক চৌধুরী।
অপ্রতিরোধ্য বাংলাদেশ এর সভাপতি আদনান এলাহী তুহিন জানান, সম্পুর্ণ রমজানজুড়ে প্রতিদিন অসহায় এবং হতদরিদ্র মানুষের জন্য ইফতার বিতরণ করা হবে। শুধু রমজানে নয়, পুরো বছর জুড়ে সমাজের অসহায় হতদরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে এই সংগঠনটি।
এই সংগঠনের কার্যক্রম পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন অপ্রতিরোধ্য বাংলাদেশ এর সভাপতি ।