মোহাম্মদ আমিনুল হক বুুলবুল,
নান্দাইল (ময়মনসিংহ):
“খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকালে নান্দাইল
উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত হয়।
এ উপলক্ষ্যে এতিম ও দুস্থদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত পরিমান পুষ্টিকর খাবার (চাল,আয়োডিনযুক্ত লবণ,আলু, পিঁয়াজ, ছোলা, সয়াবিন তেল,,মসুরের ডাল) ১৫০ এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করেন
জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
এসময় উপস্থিত ছিলেন,নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল পৌরসভার মেয়র মোঃ রফিক উদ্দিন ভূঞা,নান্দাইল উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আকাইদ,নান্দাইল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, নান্দাইল মডেল থানার ওসি তদন্ত আবুল হাশম, নান্দাইল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, সাংবাদিক এনামুল হক বাবুল,আলম ফরাজি, রমেশ কুমার পার্থ,হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ,স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা- কর্মচারীগণ।