শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কার্তিকপুর ব্রিজের উওর ও দক্ষিণ পাশে নদীর তীর থেকে মাটি কাটার হিড়িক পড়েছে। প্রকাশ্যে প্রতিদিন শতশত ট্রাক ও ট্রলি ভর্তি মাটি বিক্রি করছে একটি অসাধু চক্র।
ফলে নদীর স্রোতধারা পরিবর্তন হয়ে ভাঙ্গনের হুমকির মুখে পড়েছে তীরবর্তী ফসলি জমিগুলো।নষ্ট হচ্ছে নদীর পাড়ের পরিবেশও।
সরেজমিন গিয়ে দেখা যায়, প্রতিদিন মাটির কাজে ট্রাক ও ট্রলি চলাচলে রাস্তাগুলো ধূলোয় জমে যায় ফলে জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে পড়ে। নদীর পাড় থেকে মাটি কাটার ফলে আসন্ন বর্ষা মওসুমে নদী ভাঙনের আশঙ্কা করছেন নদী তীরবর্তী আবাদি জমি ও বসতবাড়ির মালিকরা। এভাবে মাটি কাটতে থাকলে পার্শ্ববর্তী বার্তা গ্রামের মতো ভাঙনের কবলে পড়বে এ অঞ্চল।স্থানীয়দের বাঁধা উপেক্ষা করে প্রতি বছরই কিছু রাজনৈতিক ও প্রভাবশালী ব্যাক্তি বিভিন্ন জনের কাছে নদীর পাড়ের মাটি গুলো বিক্রি করে দেয়।কিন্তু প্রভাবশালী হওয়ায় ঐসব প্রভাবশালী ব্যাক্তিদের কথা কেউ প্রকাশ করতে চায় না।
মাটি কাঁটার সাথে সংশ্লিষ্ট মহিউদ্দিন গাজী বলেন, প্রতি বছরই বর্ষার শেষে এলাকার নেতাদের টাকা দিয়ে আমরা মাটি গুলো কিনে নেই। পরে কেঁটে কেঁটে বিভিন্ন এলাকায় বিক্রি করি। এ বছর একটু বেশি কাঁটা হয়েছে। এসব জমির মালিক কারা তা আমরা জানি না।
রাজিব মল্লিক বলেন, আমরা গাড়ি চালাই। প্রতি গাড়ি মাটি ৪-৫শ টাকা করে বিক্রি করি। প্রশাসনের অনুমতি আছে কিনা বলতে পারবো না।
এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তানভীর আল নাসীফ বলেন, ঘটনাটি শুনার পর পরই সেখানে উপজেলা ভূমি কর্মকর্তা গিয়েছেন। দুটি ট্রলি বিনষ্ট করা হয়েছে। নিয়মিত আমাদের এ অভিযান পরিচালিত হবে।