ডেস্ক নিউজ:
করোনাভাইরাস মোকাবেলায় নিজেরাই প্রতিষেধক উৎপাদন করবে বলে জানিয়েছে ইরান।
ইরানি বিজ্ঞানীদের উদ্ভাবিত করোনার টিকা মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগের তৃতীয় ধাপে রয়েছে বলে রবিবার ঘোষণা দিয়েছে তেহরান। খবর আনাদোলুর।
ইরানের করোনা মোকাবেলায় গঠিত বিশেষজ্ঞ কমিটির প্রধান মো. মোখবের এক বিবৃতিতে জানান, স্থানীয় বিজ্ঞানীদের উদ্ভাবিত কোভ-ইরান বারেকাত নামে করোনার টিকা উৎপাদন শুরু করা হবে। আগামী এক মাসে ১০ লাখ ডোজ টিকা উৎপাদন করে তা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাতে তুলে দেওয়া হবে।
পরে আগামী জুন নাগাদ আরও ৩০ থেকে ৩৫ লাখ ডোজ উৎপাদন করা হবে। সেপ্টেম্বর নাগাদ তারা ৫ কোটি ডোজ টিকা উৎপাদন করা হবে বলে বিবৃতিতে জানানো হয়।
ইরানের উদ্ভাবিত দ্বিতীয় টিকা কোভ-পার্স এ বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করা হয়েছে। প্রথম দফায় ১৩৩ স্বোচ্ছাসেবীর দেহে প্রয়োগ করা হয় এ টিকা।
জুনে ৫০০ স্বেচ্ছাসেবীর দেহে দ্বিতীয় দফায় শুরু হবে পরীক্ষামূলক প্রয়োগ। করোনায় এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৮০ হাজার মানুষ, আর মারা গেছেন ৬৯ হাজার ১২০ জন।