ডেস্ক নিউজ:স্বাধীন দেশ বিনির্মাণে ১৯৭১ সালের ১৭ এপ্রিল কুষ্টিয়ার তদানীন্তন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে যা ঐতিহাসিক মুজিবনগর দিবস হিসেবে পরিচিত। কাল সেই ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি পালন উপলক্ষে করোনাভাইরাসের কারণে বাংলাদেশ আওয়ামী লীগ সীমিত পরিসরে নানা কর্মসূচি হাতে নিয়েছে।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।
আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে- ১৭ এপ্রিল সকাল ৬টায় বঙ্গবন্ধু ভবন ও দলের কেন্দ্রীয় ও দেশের সব জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।
মুজিবনগরের কর্মসূচির মধ্যে রয়েছে- ভোর ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আওয়ামী লীগের কার্যনিবাহীর সদস্যদের পক্ষে থেকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নেতৃত্ব সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচিতে অংশ গ্রহণ করবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সৃষ্ট সংকটের কারণে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের জন্য আহ্বান জানিয়েছেন