ডেস্ক নিউজ: দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। করোনা পরিস্থিতিতে সবাইকে দেশ ও জনগণের মঙ্গল কামনায় প্রার্থনা করার আহ্বানও জানান তিনি।
মঙ্গলবার (১৩ এপ্রিল) এক ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রয়োজন ধৈর্য ও সহানুভূতি। একমাত্র আল্লাহ তায়ালা আমাদের এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করার শক্তি দিতে পারেন।
আসুন পবিত্র রমজান মাসে আমরা সবাই মিলে আমাদের দেশ ও জনগনের মঙ্গলের জন্য প্রার্থনা করি। সবাইকে রমজানুল মোবারক।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) খেলতে সাকিব এখন ভারতে অবস্থান করছেন। কলকাতার হয়ে এ আসরে এর মধ্যে দু’টি ম্যাচ খেলে ফেলেছেন।
দু’টি ম্যাচেই বল হাতে ভালো করলেও ব্যাট হাতে এখনো সুবিধা করতে পারেননি তিনি।