সারাদেশে করোনায় আরও ৮৩ জনের মৃত্যু

Date:

Share post:

ডেস্ক নিউজ: সারাদেশে করোনাভাইরাসের (কো-১৯) নিয়ে মৃত্যুর ক্ষেত্রে ফের নতুন রেকর্ড হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মারা গেছেন ৮৩ । এর আগে, গতকাই (রোব, ১১ এপ্রিল) একদিনে সর্বোচ্চ ৭৮ জন মারা গিয়েছিলেন এই সংক্রমণ নিয়ে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ফের পেরিয়ে গেছে সাত হাজার। আগের দুই দিন টানা সংক্রমণ শনাক্ত হয়েছিল ৫ হাজারের ঘরে। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৭ হাজার ২০১।

সোমবার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত াপরি (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সই কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নমুনা পরীক্ষায় রেকর্ড, বেড়েছে সংক্রমণ

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি বলছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি মিলিয়ে আগের মোট ২৫৫টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়, যা আগের দিনের চেয়ে সাতটি বেশি। এসব আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও অ্যান্টিজেন ল্যাবে মোট ৩৬ হাজার নমুনা সংগ্রহ করা হয়। এর আগে একদিনে এত বেশি নমুনা সংগ্রহ করা হয়নি দেশে। একই সময়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৯৬৮টি। নমুনা পরীক্ষার ক্ষেত্রেও এটি নতুন রেকর্ড। এর আগে, গত ৬ এপ্রিল ৩৪ হাজার ৩১১টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষা নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৫০ লাখ ৩৭ হাজার ৮৩৩।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার মধ্যে ৭ হাজার ২০১টি নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের তালিকায় রয়েছে চতুর্থ স্থানে। এর আগে গত ৭ এপ্রিল ৭ হাজার ৬২৬টি, ৯ এপ্রিল ৭ হাজার ৪৬২টি ও ৬ এপ্রিল ৭ হাজার ২১৩টি নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ৪ ও ৫ এপ্রিলও সংক্রমণ ছিল ৭ হাজারের বেশি। এ নিয়ে এপ্রিল মাসের ১১ দিনের ছয় দিনই সংক্রমণ পেরিয়ে গেল সাত হাজার।

গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণসহ এ নিয়ে দেশে ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার রীতে শনাক্তের হার ২০ দশমিক ৫৯ শতাংশ। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৪ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে থাকবে বডি ক্যামেরা : স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো জোরদার করতে দেশের ৪৭ হাজার ভোটকেন্দ্রের প্রতিটিতে একটি করে বডি ক্যামেরা দেওয়া...

কক্সবাজার সৈকতে দাঁড়িয়ে ফেসবুক লাইভে জলবায়ু-সমুদ্র সুরক্ষার বার্তা সারজিসের

নানা বিতর্ক ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগের মধ্যে কক্সবাজার সমুদ্রসৈকত থেকেই ফেসবুক লাইভে এলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য...

‘স্বপ্ন যাবে বাড়ি’—তার আগেই সব শেষ

ওমানপ্রবাসী মো. বাহার উদ্দিন আড়াই বছর পর দেশে ফিরছিলেন। প্রিয়জনদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাড়ি ফেরার আনন্দে আবেগে...

ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৩ জনের, হাসপাতালে ভর্তি ৪২৮

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২৮...