ডেস্ক নিউজ: আজ ১২ এপ্রিল। নদীতে ফুল ভাসিয়ে দেওয়ার মধ্যদিয়ে শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পাহাড়িদের ঐতিহ্যবাহী ‘বৈসাবি‘ উৎসব।
৩ দিনের উৎসবে আজ প্রথম দিন। এই দিনকে ‘ফুল বিজু’ বলা হয়।
এই দিনে তরুণ,তরুণীরা বাগান থেকে ফুল সংগ্রহ করে ঘর সাজায় পরে বুদ্ধকে এবং নদীতে গঙ্গাদেবীকে পূজা করে ফুল ভাসানো হয়। জমিতে পর্যাপ্ত পানি, রোগমুক্তির কামনা করা হয়।