ডেস্ক নিউজ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার আরও ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রোববার (১১ এপ্রিল) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রথমে একজন কর্মচারীর পজিটিভ আসে। পরে অন্যদের পরীক্ষা করা হয়।
এতে নয় জনের নমুনার ফল পজিটিভ পাওয়া যায়। এরপর খালেদা জিয়ার পরীক্ষা করা হলে পজিটিভ আসে।
খালেদা জিয়া করোনা আক্রান্ত- শনিবার (১০ এপ্রিল) সাংবাদিকদের কাছে বিষয়টি অস্বীকার করার প্রশ্নে তিনি বলেন, একজন চিকিৎসকের দায়িত্ব রোগীর ব্যক্তিগত প্রাইভেসি নিশ্চিত করা। সেজন্যই বলা হয়নি।