ডেস্ক নিউজ:চট্টগ্রামের হালিশহর থানার মইন্নাপাড়া আইকন টাওয়ার এলাকা থেকে গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (উত্তর) বিভাগ। তাদের কাছ থেকে একটি চোরাই গাড়িও উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ এপ্রিল) বিকেলে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিএমপির গোয়েন্দা (উত্তর ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির।
গ্রেফতার তিনজন হলেন- মো. ইব্রাহিম (৩৪), মো. রুবেল (৩০) ও মো. সিরাজ (৪০)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চোরাই একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে।