ডেস্ক নিউজ:নগরের কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ মো. আব্দুস শুক্কুর প্রকাশ সাদেক (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (উত্তর ) বিভাগ।
বুধবার (৭ এপ্রিল) তাকে গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন সিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির।
উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক যুবকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে সাড়ে ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।