বরের বয়স ১৯ কনের বয়স ১৩

Date:

Share post:

এম.জুবাইদ,
পেকুয়া(্সবাজার)

১৩ বছর বয়সী কনের সাথে বিয়ে হয় ১৯ বছর বয়সী এক বরের সাথে। াও বরকে ধরে নিয়ে গিয়ে একটি বাড়িতে আটকিয়ে জোরপূর্বক বিয়ে পড়ানো হয়েছে। তা নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়। এমন বাল্য বিবাহের ঘটনা ঘটে ১৯ মার্চ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা বাজারপাড়া এলাকায়। বরের নাম হুমায়ুন কবির। সে পেকুয়া সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড হরিনাঁডি এলাকার আহমদ কবিরের ত্র। অপর দিকে কনের নাম খতিজা বেগম। সে একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঘগুজারা দক্ষিণ মেহেরনামা বাজারপাড়া এলাকার জয়নাল আবেদীনের মেয়ে ও মেহেরনামা আলমাছিয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী। জানতে পেরে বরের মা সাহেদা বেগম বাদী হয়ে তার অপ্রাপ্ত বয়স্ক ছেলেকে আটকিয়ে জোরপূর্বক বিয়ে পড়ানোর দায়ে কনের পিতাসহ কয়েকজনকে বিবাদী করে পেকুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
ছেলেটির মা সাহেদা বেগম জানায়, ১৮ মার্চ সকালে হুমায়ুন কবির হরিণাফাড়ি থেকে দক্ষিণ মেহেরনামা বাজারপাড়া গ্রামে একটি কাজে যায়। কাজ শেষে বাড়ি ফেরার পথিমধ্যে তাকে গতিরোধ করে। জোরপূর্বক টানা হ্যাঁচড়া করে একটি বাড়িতে নিয়ে যায় বাজারপাড়া এলাকার ছৈয়দ আহমদের ছেলে জয়নাল আবেদীনসহ ৫/৬ জনের দুবৃর্ত্তরা তাকে একটি ঘরে অবরুদ্ধ করে রাখে। পরের দিন ১৯ মার্চ বিকেল ২ টার দিকে হুমায়ুন ও জয়নাল আবেদীনের মেয়ে মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্রী খতিজা বেগমের বিয়ে পড়ানো হয়েছে। জোরপূর্বক ও ইচ্ছার বিরুদ্ধে অপ্রাপ্ত বয়ষ্ক জুটির নিকাহ রেজিস্টার্ড কাবিন াদন করতে অসম্মত হলে মেয়ের অভিভাবকরা ছেলে ও মেয়েকে নিয়ে নোটারী পাবলিকের ে যান। সেখানে গিয়ে তথ্যের গোপন রেখে প্রেমিক জুটির বিয়ে নোটারীর মাধ্যমে সম্পাদন করে।
এদিকে মেহেরনামা বাজারপাড়ার স্থানীয়রা জানিয়েছেন বর হুমায়ন কবির দীর্ঘদিন ধরে ওই মাদ্রাসা ছাত্রীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। সেই সুবাদে হুমায়ুন কবির প্রতিনিয়ত ওই ছাত্রীর সাথে দেখা করতে এই এলাকায় আসে। প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ওই ছাত্রীর সাথে প্রতিনিয়ত শারিরিক সম্পর্ক করে হুমায়ুন কবির। শেষ পর্যন্ত ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হলে হুমায়ন কবির বিয়ে করতে রাজি হয়। পরে ওই মেয়ের পরিবারের লোকজন তাদেরকে নোটারীর মাধ্যমে বিয়ে সম্পন্ন করে।

এ বিষয় জানতে পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান খোঁজখবর নিয়ে আই্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

পুনর্জন্ম নেবেন, উত্তরসূরি শনাক্ত করবে ট্রাস্ট, জানালেন দালাই লামা

তিব্বতি বৌদ্ধদের নেতা চতুর্দশ দালাই লামা বলেছেন, তিনি পুনর্জন্ম নেবেন এবং তার স্থাপিত অলাভজনক সংস্থারই কেবল তার উত্তরসূরি...

বিতর্কিত মন্তব্য: সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি চাকরিচ্যুত

ফেসবুকে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ায় সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী...

মধ্যপ্রাচ্যে সিলেট ও ব্রাক্ষ্মণবাড়িয়া ঘোষণা দিয়ে মারামারি করে, আসিফ নজরুল

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশেরই অল্প কিছুর লোকের বাজে কাজের জন্য বাকিরা সমস্যায় পড়ে। “আমি মধ্যপ্রাচ্যে কয়েকবার...

মৃত্যুর মুখেও পালায়নি ফিলিস্তিনিরা, কিন্তু পালাচ্ছে ইহুদিরা

গাজার ফিলিস্তিনিরা ২০ মাসের অবরোধ, স্থানচ্যুতি ও গণহত্যার পরও যেভাবে নিজেদের ভূমিতে টিকে থাকার অদম্য ইচ্ছাশক্তি দেখাচ্ছেন, সে...