ডেস্ক নিউজ: আগামীকাল থেকে সারাদেশে ৭ দিনের লকডাউন। গাড়ি থেকে সব ধরনের অফিস বন্ধ থাকবে। তবে খোলা থাকবে অমর একুশে গ্রন্থমেলা। ১২ টা থেকে ৫টা পর্যন্ত চলবে এ মেলা।
রবিবার নতুন প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।
সরকার কর্তৃক লকডাউন ঘোষণার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বইমেলায় চালু রাখতে প্রজ্ঞাপনে নির্দেশ দেওয়া হয়। স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ এবং সমাবেশের যে কোন ঝুঁকিপূর্ণ কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ৩১ মার্চ করোনা সংক্রমণ ঝুঁকির কারণে বইমেলার সময় কমিয়ে সাড়ে তিনঘণ্টা করা হয়।