ডেস্ক নিউজ: বাংলা, ইংরেজি, হিন্দি গান গেয়ে সমালোচিত হয়েছেন হিরো আলম। এবার সেই সমালোচনাকে তোয়াক্কা না করে গাইলেন হিন্দি গান।
শনিবার (৩ এপ্রিল) গানটি হিরো আলমের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।
অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছেন হিরো আলম। আলোচনা-সমালোচনা তোয়াক্কা করছেন না তিনি।
সমালোচকদের মুখে ছাই দিয়ে এবার তিনি দুর্বোধ্য চীনা ভাষায় গান গাইলেন।
চীনের ভাষায় গান গাওয়ার পাশাপাশি এতে বাংলা ভাষায়ও র্যাপ করা হয়েছে।
এতে হিরো আলমের বিষয়ে হওয়া সমালোচনার জবাব দেওয়া হয়েছে।
নিজের বানানো মিউজিক ভিডিওর মডেল হয়ে আলোচনায় এসেছিলেন হিরো আলম।
এরপর তিনি কাজ করেছেন চলচ্চিত্রেও। তবে তার চলচ্চিত্র খুব একটা সাড়া ফেলতে পারেননি। অংশ নিয়েছিলেন নির্বাচনেও। সম্প্রতি তিনি গায়ক হিসেবে আত্মপ্রকাশ করে একের পর এক গান গেয়ে যাচ্ছেন। এ নিয়ে তীব্র সমালোচনা হলেও তিনি একের পর এক গান গেয়ে যাচ্ছেন।
সঙ্গীতজগতে আত্মপ্রকাশ নিয়ে হিরো আলমের বক্তব্য, আমি তো মানুষের মন রাঙাতে চাই। ভাঙা মন জোড়া লাগাতে চাই। একটু বিনোদন দিতে চাই। আমি তো কারও পিছে লাগিনি। কে কী সমালোচনা করলো আমি কেয়ার করি না।