ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন মহাসড়কে পণ্যবাহী ভারী যান চলাচল বন্ধ ঘোষণা করেছে পুলিশ।
বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার।
তবে জরুরি ও পচনশীল পণ্য বহন করা যাবে বলে জানান তিনি।
বৈঠকে জেলা পুলিশ সুপার বলেন, ঈদের আগের তিনদিন লাখ লাখ মানুষ বাড়ি যাবে। তাই এসময় তাদেরকে যেন কোন দুর্ভোগ পোহাতে না হয় সেজন্য পণ্যবাহী ভারী যান চলাচল বন্ধ থাকবে। এ বিষষে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। তবে ঈদের পরের তিনদিন বাড়ি থেকে আসার সময় যদি ঝামেলা কম দেখা যায় সেক্ষেত্রে ভারী যান চলাচলে কিছুটা ছাড় দিতে পারে পুলিশ।এ সময় উত্তর দক্ষিণ ও মহানগরের মালিক ও শ্রমিক নেতার উপস্তিত ছিলেন।
ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সঙ্গে পরিবহন মালিক শ্রমিক নেতাদের বৈঠক।
Date:
Share post: