ডেস্ক নিউজ: আগামী সোমবার (২৯ মার্চ) পর্যন্ত হরতাল বাড়ানোর খবর গুজব ও সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
আজ রোববার (২৮ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মাওলানা মো. ফয়সাল।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরুদ্ধে হেফাজতকর্মীদের গত শুক্রবারের (২৬ মার্চ) বিক্ষোভে পুলিশ ও সরকারদলীয় লোকজনের হামলার অভিযোগ তুলে এর প্রতিবাদে রোববার সকাল–সন্ধ্যা হরতাল পালন করছে হেফাজত।
কিন্তু এ হরতালের সময় শেষ হতে না হতেই দুপুরে খবর ছড়িয়ে পড়ে, হেফাজতের হরতাল আরও ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে।
এ বিষয়ে মাওলানা মো. ফয়সাল বলেন, ‘রোববার হেফাজতের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালন করা হচ্ছে। আগামীকাল যেহেতু পবিত্র শবে বরাত, সেহেতু আপাতত হরতালের সময়সীমা বাড়ানো হয়নি। এমনকি বাড়ানোর কোনো পরিকল্পনাও নেই আমাদের।’