ডেস্ক নিউজ: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে যোগ দিতে দু‘দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার (২৬ মার্চ) সাড়ে ১০টার দিকে ভারতের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে শুক্রবার ভারতের স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে নরেন্দ্র মোদির ঢাকার উদ্দেশে রওনা হওয়ার বিষয়টি একটি টুইটে জানানো হয়।
ভারতের প্রধানমন্ত্রী প্লেনের সিঁড়িতে দাঁড়িয়ে আছেন- এমন একটি ছবি শেয়ার করে টুইট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ঢাকার উদ্দেশে প্লেনে উঠেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশ সফরকালে তিনি আমাদের বন্ধু প্রতিবেশীর সঙ্গে আরও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বিস্তৃত কর্মসূচিতে অংশ নেবেন।