ডেস্ক নিউজ:কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে ভয়াবগ অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত দুই শিশু, দুই নারীসহ সাত জনের অগ্নিদগ্ধ মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়া ২ হাজারের বেশি ঘর-বাড়ি পুড়েছে।
আজ মঙ্গলবার (২৩ মার্চ) সকালে কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। তবে নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
এর আগে সোমবার (২২ মার্চ) বিকাল সাড়ে তিনটার দিকে বালুখালির ক্যাম্প ৮ ডব্লিওতে আগুন লাগে। এর পর দ্রুত আগুন ক্যাম্প-৮ এর ইস্ট, ওয়েস্ট এবং ৯, ১০ ও ১১ নম্বর শিবিরে ছড়িয়ে পড়ে। তবে এ সময় শিশুসহ কয়েকজনের নিহত হওয়ার খবর বিভিন্ন মাধ্যমে শোনা গেলেও সরকারের কোনো অফিস বা সংস্থার পক্ষ থেকে তা নিশ্চিত করেনি।
আজ সকারেই সাত জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এ যাবতকালে রোহিঙ্গা শিবিরে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড এটি।