ডেস্ক নিউজ: সংবাদ পাঠিকা হিসেবে ব্যাপক সাড়া ফেলা ট্রান্সজেন্ডার নারী তাসনুভা আনান শিশির এবার সিনেমায় যুক্ত হওয়ার খবর দিলেন।
সংবাদ পাঠিকা হিসেবে যুক্ত হওয়ার আগেই নির্মাতা অনন্য মামুনের নির্মাণাধীন ‘কসাই‘ সিনেমাতে কাজ করেছেন বলে জানিয়েছেন শিশির নিজেই।
দেশের প্রথম ট্রান্সজেন্ডার নারী সংবাদ পাঠিকা শিশিরের ‘কসাই’ সিনেমাটির শুটিংও শেষ। বুধবার ১০ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়বে এটি।
এ ব্যাপারে শিশির বলেন, আমার হাতে দুটি সিনেমা আছে। ‘কসাই’ ছাড়াও কাজ করছি সাঈদ শাহরিয়ার পরিচালিত ‘গোল’-এ। দুটি ছবিতে আমার চরিত্রটা অনেক চ্যালেঞ্জিং।
বাগেরহাটের মংলায় জন্ম নেওয়া শিশির ২০০৭ সাল থেকে থিয়েটারের সঙ্গে যুক্ত। বর্তমানে কাজ করছেন নাটকের দল বটতলায়। এছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথ বিষয়ে স্নাতকোত্তর করছেন তিনি।