সইফ আলি খান ও কারিনার সংসারে নতুন অতিথি

    0
    159

    ার অবসান অবশেষে এল সে মাহেন্দ্রক্ষণ। তৈমুরের পর করিনা কাপুর এবং সইফ আলি খানের (Saif Ali Khan) সংসারে এল নতুন । রবিবার পুত্রসন্তানের জন্ম দিলেন করিনা কাপুর (Kareena Kapoor Khan)। ডিজাই মনীশ মালহোত্রা-সহ করিনা-সইফের অনেক ঘনিষ্ঠই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দু’জনকে েচ্ছা জানালেন। সেখান থেকেই সামনে এসেছে এই খবর।
    জানা গিয়েছে, শনিবার রাতেই প্রসব যন্ত্রণা শুরু হওয়ার পর করিনাকে মুম্বইয়েরই ব্রিজ ান্ডি হাসপাতালে ভরতি করা হয়। রবিবার সকালে সেখানেই এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন সইফ ঘরনী। এরপরই নিদের ইনস্টাগ্রাম স্টোরিতে করিনা-সইফকে শুচ্ছা জানান মনীশ মালহোত্রা-সহ অন্যান্যরা। তারপরই খবরটি প্রকাশ্যে আসে। ইতিমধ্যে দু’জনের ভক্তরাও তাঁদের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here