গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহীদ মিনারের পার্শ্ববর্তী স্থান থেকে ৩টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ছোরাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলো— গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের শ্রীমুখ গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সাহারুল ইসলাম (৩৫) ও একই ইউনিয়নের বারটিকরি গ্রামের মৃত আব্দুল জোব্বারের ছেলে মিলন মিয়া(৪০)।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে গরুহাটি থেকে তাদের আটক করা হয়।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) আফজাল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুই ব্যক্তিকে তিনটি তাজা ককটেলসহ আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”