১৪০ টাকায় গুলিয়াখালী সমুদ্র সৈকত!

Date:

Share post:

নিজস্ব প্রতিবেদক: সারা মাস কেউ ক্াস, কেউ অস- , কেউ সংসার চালিয়ে হাঁপিয়ে ওঠেন। তাই জেকে একান্তে সময় দিতে কে না ভালোবাসে ঘুরে আসতে। স্বল্প সময়ে, অল্প টাকায় আমরা চট্টগ্রাম সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতকে বেছে নিতে রি।

একদিকে দিগন্তজোড়া সাগরের ঢেউ অন্যদিকে কেওড়া বন এই সৈকতকে করেছে অনন্য। সৈকতকে ভিন্নতা দিয়েছে সবুজ গালিচার বিস্তৃত ঘাস। সাগরের পাশে সবুজ ঘাসের উম্মুক্ত প্রান্তর যে কারো চোখ জুড়িয়ে দিবে। তাই সাত- পাঁচ না ভেবে এখনই ঘুরে আন এই সৈকতে। চট্টগ্রাম থেকে যেতে লাগবে মাত্র ১৪০ টাকা।

যেভাবে যাবেন

জিইসি মোড় থেকে চালিত টেম্পুতে ওঠে সোজা একে খান, ভাড়া লাগবে ১০ টাকা। একে খান থেকে পাওয়া যাবে মীরসরাই,ী, ঢাকামুখী অসংখ্য বাস। সেই বাসে করে সীতাকুণ্ড বাজার নামতে হবে। বাসে দিতে হবে আপনাকে ৩০ টাকা। এরপর বাজার থেকে সিএনজি চালিত অটোরিকশা ে লোকাল ৩০ টাকা, রিজার্ভ ১২০ টাকা দিয়ে পৌঁছে যাবেন সবুজ ঘাসের উম্মুক্ত প্রান্তরে। সেখানে সারাদিন সৌন্দর্যের স্বাদ নিতে পারবেন। আবার একইভাবে বাড়ি ফিরবেন।


যে বিষয়গুলো মাথায় রাখতে হবে

১. ছিনতাই, চুরি, জুয়াড়ি আসরের কারণে দিন দিন ভয়ংকর হয়ে যাচ্ছে এ সমুদ্র সৈকতটি। সেজন্য সন্ধ্যার আগে বাড়ি ফেরার চেষ্টা করবেন। না হলে স্মার্ট ফোন, ক্যামেরা ও নগদ অর্থ ছিনতাের সম্ভাবনা এড়িয়ে যাওয়া যায়না।

২. পানি, হালকা নাস্তা নিয়ে যাবেন। সেখানে খাদ্যদ্রব্যর দাম সামান্য বেশি।

৩. অত্যধিক নতুন জামা কাপড় নিয়ে যাওয়া উচিত নয়। কারণ সেখানের মাটিগুলো ভেজা অবস্থায় থাকে। একবার পিছলে পড়ে গেলে জামার কাপড় একেবারে নষ্ট হয়ে যাবে।

৪. ক্যাশ জুতা পড়ে যাওয়াটায় বুদ্ধিমানেরর কাজ হবে।


পার্শ্ববর্তী দর্শনীয় স্পট:
চন্দ্রনাথ মন্দির, পাহাড়, ইকোপার্ক, মহামায়া ঝরনা, বাঁশবাড়িয়া সমুদ্রসৈকত খুব কাছাকাছি। সময় থাকলে এসব স্থানও ঘুরে দেখতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া

আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া এবং নতুন আফগান রাষ্ট্রদূতের কূটনৈতিক পরিচয়পত্র গ্রহণ করেছে। এর মধ্য দিয়ে...

মোটরসাইকেল কেনার টাকা না দেওয়ায় ছেলের হাতুড়িপেটায় প্রাণ গেল কৃষক বাবার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। শুক্রবার...

আবুধাবিতে ৮০ কোটি টাকা লটারি জিতলেন বাংলাদেশি যুবক

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র‌্যাফেল ড্রতে ২৫ মিলিয়ন দিরহাম জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশি মুদ্রায়...

ইসরায়েলি হামলায় ৪৮ ঘণ্টায় ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় মাত্র ৪৮ ঘণ্টায় নিহত হয়েছেন ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন...