এ আর রুহুল আমিন হাজারী
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার শংকোচাইল বাজার হতে বুধবার রাত সাড়ে বারো টায় ছাইদুল প্রকাশ(২৪)কে ১১০(একশত দশ) কেজি গাঁজাসহ আটক করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল,মোঃসোহান সরকার’র নেতৃত্বে বুড়িচং থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক(পিপিএম)ও তার সংঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ উদ্ধার অভিযান পরিচালনাকালে উপজেলার ১নং রাজাপুর ইউনিয়নের শংকুচাইল গ্রামের শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে মেসার্স সাইমন এন্টারপ্রাইজ নামক দোকানের পার্শ্ব হইতে মাদক ব্যবসায়ী মোঃ ছাইদুল প্রকাশ জহির(২৪)কে১১০শ(একশত দশ)কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
পুলিশি সৃত্রে জানা যায় ওই মাদক ব্যাবসায়ী জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার দক্ষিন তেতাভূমি গ্রামের আব্দুর রহমানের ছেলে।
থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন- আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করিয়া বৃহ্সপতিবারে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।