পেকুয়া(কক্সবাজার) প্রতিনিধি:
ককসবাজারের পেকুয়ায় বিএনপির ঘোষিত কমিটি নিয়ে দ্বন্ধ প্রকট আকার ধারণ করেছে। ঘোষিত কমিটি দু’ব্যক্তির একক সিদ্ধান্তে হয়েছে। এমন দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি অংশ ওই কমিটি পুর্নগঠনসহ কমিটির কার্যক্রম স্থগিত রাখার দাবীও তোলা হয়েছে। কমিটি ঘোষণা নিয়ে বিএনপির পেকুয়ার একটি অংশ অসন্তোষ প্রকাশ করছে। ওই অংশের দাবী আহবায়ক এম, বাহাদুর শাহ ও সদস্য সচিব ইকবাল হোছাইনের একক সিদ্ধান্তের মাধ্যমে কমিটি ঘোষিত হয়েছে। প্রকৃতপক্ষে ঘোষিত কমিটিতে বিএনপির আদর্শিক নেতাদের বাদ দেয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির প্রবীণ ও নবীনদের মধ্যে অনেকে জানিয়েছেন কমিটি ঘোষণা একক সিদ্ধান্তে হয়েছে। বিএনপির চেতনা ও যে সব নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে দীর্ঘ সময় যাবৎ লালন করছিলেন এদেরকে বঞ্চিত করা হয়েছে। দলের জনপ্রিয় ও আদর্শিক মানুষগুলোকে উপেক্ষা করে সেখানে কিছু বিতর্কিত ও দোদুল্যমান ব্যক্তিকে ঘোষিত কমিটিতে বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে। সুত্র জানায়, গত এক সপ্তাহ আগে পেকুয়ায় বিএনপির কমিটি ঘোষিত হয়েছে। এরই মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট বিএনপির উপজেলা কমিটি পুন:গঠন করা হয়। ওই কমিটির আহবায়ক এম, বাহাদুর শাহ ও সদস্য সচিব হয়েছেন পূর্বের কমিটির সাধারন সম্পাদক ইকবাল হোছাইন। এ ছাড়াও বিএনপির ইউনিয়ন কমিটিও ঘোষনা করা হয়। সদর ইউনিয়নে দুটি কমিটি অনুমোদন দেয়া হয়। পশ্চিম জোন ও পূর্ব জোন কমিটি পুন: গঠিত হয়েছে। সাত ইউনিয়নের মধ্যেও ৬ ইউনিয়ন কমিটিও অনুমোদন হয়েছে। এ সব ইউনিয়নে আহবায়ক কমিটি গঠন করা হয়। একজন আহবায়ক ও ৫ জন যুগ্ম আহবায়কসহ প্রত্যেক ইউনিয়নে ৩১থেকে ৭৫ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ দিকে ঘোষিত কমিটি নিয়ে দ্বিধাদ্বন্ধ দেখা দিয়েছে। কমিটি ঘোষনার পর উপজেলা পর্যায়ের একটি অংশ বিরুপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অপর দিকে ইউনিয়ন কমিটি নিয়েও রাজনৈতিক দল বিএনপিতে তৃণমূল পর্যায় থেকে আপত্তি জানানো হয়েছে। উপজেলা বিএনপির সিনিয়র সাবেক একজন বয়োজৈষ্ট্য নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, আমরা মোটেই সন্তোষ্ট হতে পারেনি। কমিটি নিয়ে বাণিজ্য হয়েছে। যারা টাকা দিয়েছেন ওনারাই পুন:গঠন প্রক্রিয়ায় পদায়ন হন। আমি নিশ্চিত বলছি এখানে দু’নেতার পকেটে টাকা গেছে। চিংড়ি মাছও নিয়েছে ্অনেকের কাছ থেকে। রাজাখালীর একজন তরুণ নেতা জানান, এখানে রাজনৈতিক নেতা কর্মীদের মতের প্রতিফলন হয়নি। প্রশ্নবিদ্ধ করা হচ্ছে সংগঠনকে। আমাদের প্রিয় নেতা সালাহ উদ্দিন আহমদকেও তারা প্রশ্নবিদ্ধ করেছে। এমনি কঠিন অবস্থার মধ্যে এর মধ্যেও কমিটি গঠন নিয়ে বিভক্তি। মগনামার একজন সিনিয়র বিএনপি নেতা নাম প্রকাশ না কপেকুয়ার রার শর্তে বলেন, আমি দু:সময়ের মধ্যেও বিএনপিকে ধারণ করেছি। কিন্তু ঘোষিত কমিটিতে আমিসহ আরও অনেককে বঞ্চিত করেছে।
এ ব্যাপারে জানতে বিএনপি পেকুয়া উপজেলা শাখার আহবায়ক ও সদর ইউপির চেয়ারম্যান এম, বাহাদুর শাহ জানান, আসলে ইচ্ছা করে কাউকে বাদ দেয়া হয়নি। প্রত্যেক ইউনিয়নের জন্য আহবায়ক কমিটি আমরা অনুমোদন দিয়েছি। মাত্র দু’তিন মাস মেয়াদী এ কমিটি। পূর্নাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়ার সময় এখন যারা বাদ পড়েছে ওনাদেরকে পদায়ন করা হবে। আগের কমিটিতে যারা সভাপতি সম্পাদক ছিলেন তাদেরকে আহবায়ক ও যুগ্ম আহবায়ক করা হয়েছে। সিনিয়রদের মূল্যায়নের জন্য ঘোষিত কমিটিতে প্রত্যেক ইউনিয়নে ৫ জন করে যুগ্ম আহবায়ক রাখা হয়েছে। টাকা ও মাছ দিয়ে কমিটি দেয়ার কথা সঠিক নয়।
পেকুয়া বিএনপি কমিটি নিয়ে বানিজ্যের অভিযোগ
Date:
Share post: