গার্মেন্টেসের স্টাফ বাসে যাত্রী বেশে ডাকাতি, ৫ ডাকাত গ্রেফতার

Date:

Share post:

ডেস্ক নিউজ: সাভারে গার্মেন্টেসের স্টাফ বাসে যাত্রী বেশে ডাকাতির ঘটনায় ৫ ডাকাতকে গ্রেফতার করেছে লিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (বিআই) ঢাকা বৃহষ্পতি (২১ জানুয়ারী) দিবাগত রাত ২টার দিকে মানিকগঞ্জের দৌলতপুর থানার দুর্গম চর বাচা মরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আলমগীর হোসেন (২৮),মোঃ সুমন মিয়া (২৫), মোঃ মুহিত শেখ (২২), মোঃ রাব হোসেন (২১) ও মোঃ শরীফ মোল্লা (২০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মাইদুল ইসলাম নামের এক ভুক্তভোগী গার্মেন্টস কর্মী তার গ্রামের বাড়ী লালমনিরহাটে যা জন্য সাভারের হেমায়েতপুর থেকে ‘অফিস স্টাফ’ লেখা একটি বাসে উঠেন। যাত্রার কিছু দূর পর বাসের চালক হেল্সহ অজ্ঞাতনামা ৭/৮ জন যাত্রী বেশে থাকা ডাকাত তাকে এলোপাতারি মারধর করে। তার সাথে থাকা মোবাইল, নগদ টাকা, বিকাশে থাকা টাকাসহ ২৬ হাজার টাকার জিসিসপত্র কেড়ে নেয়। পরে তাকে হাত পা-বেঁধে তুরাগ নদী সংলগ্ন একটি ফিলিং স্টেশনের পাশে ফেলে যায়। পরবর্তীতে ভিক্টিম মাইদুল ইসলাম বাদী হয়ে সাভার থানায় একটি ডাকাতি মামলা করে। মামলা নং-৫৬।

পরবর্তীতে গুরুত্বপূর্ন এই মামলাটি পিবিআই ডাকা জেলাকে তদন্ত করতে দেয়া হয়। তদন্তে পিবিআই গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্টতা পেয়ে তাদের আটক করে।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সালেহ ইম মহানগর নিউজকে জানান, গত কোরবানীর ের কিছুদিন আগে এই গ্রুপটি গার্মেন্টসের স্টাফ বাস নিয়ে ডাকাতিতে নামে। মুলত গার্মেন্টস ছুটির পর শ্রমিকদের পৌছে দিয়ে মধ্য রাতে তারা এই কাজটি করে।

বাসটি একেএইচ গার্মেন্টেস নামের একটি প্রতিষ্ঠানের স্টাফদের চুক্তিভিত্তিক আনা নেয়া করতো। এই সুবাধে তারা বাসের সামনে ‘স্টাফ বাস’ লেখা স্টিকার ব্যবহার করতো। সাধারণ শ্রমিকরা স্টাফ বাস ভেবে ওই বাসটিতে ভাড়ায় চড়তো। এই ফাঁকে তারা সুযোগ বুঝে যাত্রীদের জিম্মি করে মূল্যবান জিনিসপত্র কেড়ে নিয়ে পথে ফেলে যেতো।

তিনি আরো জানান, এই মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদের বিরুদ্ধে এর আগেও ছিনতাই এবং মাদক মামলার অভিযোগ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

গাজায় রাতভর ইসরায়েলি হামলায় নিহত ৮২, সকালে ২৩ জনকে হত্যা

গাজায় গত রাতভর ইসরায়েলি বিমান হামলা ও গুলিবর্ষণে ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৮ জন অত্যন্ত...

‘মাসুদ আমার মৃত্যুর জন্য তুমি দায়ী’— ইডেনের সাবেক ছাত্রীর নোট

"তুমি চেয়েছো আমি মরে যাই, আর তুমি জগৎ সংসারে ভালো থাকো। আমি এখন পোকা মারার বিষ খাবো। আমার...

আসিফের ফ্যাশন সেন্স নিয়ে সমালোচনা, আগামীর ‘রাষ্ট্রনায়ক’ দেখছেন পিনাকী

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি ছবি ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। অফহোয়াইট ব্লেজার,...

গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন লিভারপুল তারকা দিয়োগো জোতা

এক গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা। ইংল্যান্ডের ‘স্কাই স্পোর্টস’ ও স্পেনের ‘মার্কা’সহ বেশ কয়েকটি...