ডেস্ক নিউজ : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে চট্টগ্রাম ওয়াসায়।
এ উপলক্ষে রবিবার (১০ জানুয়ারি) সরকারী কর্মসূচীর আওতায় চট্টগ্রাম ওয়াসায় বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
কর্মসূচীর মধ্যে ছিল সূর্য্যদয়ের সাথে সাথে প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা।
সকাল ১১টায় প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম ওয়াসার বোর্ড সদস্য নাজমুল হক ডিউক , উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনাকালে বক্তারা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের বিভিন্ন তাৎপর্যপূর্ণ দিক তুলে ধরেন।
জনসংযোগ কর্মকর্তা কাজী নূরজাহান শীলা এর সঞ্চালনায় উক্ত সভায় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ,কে,এম ফজলুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন), সচিব, প্রধান প্রকৌশলী এবং সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।