ডেস্ক নিউজ:বাঁশখালীতে ৪ ইটভাটা উচ্ছেদ
পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় চট্টগ্রামের বাঁশখালীতে ৪ ইটভাটা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার মধ্যম ইলশা ও রত্নপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফজারুল হোসেন জানান, নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে আজ পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বাঁশখালী উপজেলার তিনটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে।