ডেস্ক নিউজ: আজ ১০ জানুযারি। ১৯৭৪ সালের এ দিনে বলিউডের স্টাইলিশড নায়ক ঋত্বিক রোশনের জন্মদিন। আজ তার ৪৭ তম জন্মদিন।
২০০০ সালে বাবা রাকেশ রোশনের হাত ধরে ‘কাহো না পেয়ার হ্যায়’ সিনেমার মধ্য দিয়ে নায়ক হিসেবে বড় পর্দায় অভিষেক ঘটে ঋত্বিক রোশনের। এতে তার বিপরীতে অভিনয় করেন আমিশা প্যাটেল। তারও এটি প্রথম সিনেমা ছিল। প্রথম সিনেমাতেই তারা দু’জন বাজিমাৎ করেন। দারুণ ব্যবসাসফল হয় এটি।
এরপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি ঋত্বিককে। একে উপহার দেন ‘কাভি খুশি কাভি গাম’, ‘কই মিল গায়া’, ‘ধুম ২’, ‘কৃষ’, ‘যোদ্ধা আকবর’, ‘ব্যাং ব্যাং’, ‘কাবিল’র মতো সিনেমা। সর্বশেষ ‘ওয়ার’ সিনেমায় বড় পর্দায় দেখা গেছে তাকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মদিনে অসংখ্য ভক্তের শুভেচ্ছায় ভাসছেন এই তারকা। অন্যদের সঙ্গে তাকে জন্মদিনে ভালোবাসা জানিয়েছেন তার সাবেক স্ত্রী ও ফ্যাশন ডিজাইনার সুজান খান।
সুজান ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ঋত্বিককে শুভেচ্ছা জানিয়েছেন। ভিডিওটি দুই ছেলের সঙ্গে ঋত্বিকের নানা সময় তোলা ছবি দিয়ে বানানো হয়েছে।
ভিডিওর ক্যাপশনে সুজান খান লেখেন, শুভ জন্মদিন ঋ… তোমার জীবন সবসময় উষ্ণতম এবং সবচেয়ে সুন্দর হোক এটাই প্রত্যাশা করি। ২০২১ সাল তোমার জন্য অর্থবহ হোক।