চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Date:

Share post:

চট্টগ্রার রাউজানে পাখি আকার (৫৩) নামের এক গৃহবূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ার্ডের সাদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পাখি আকতার ওই গ্রামের খলিফার বাড়ির মুহাম্মদ বাহাদুরের স্ত্রী। তার দুই ছেলে এবং দুই কন্যা সন্তান রয়েছে।

ের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে ওই নারী স্বামীসহ একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। বুধবার ভোর ৫টার দিকে তার স্বামী মুহাম্মদ বাহাদুর ঘুম থেকে উঠে একটি আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সকাল ১০ টার দিকে স্থানীয় নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির একদল পুলিশ এসে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যান।

পুলিশ বলছে, পরিবারের কাছ থেকে খবর পেয়ে ওই নারীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন।

তবে তার পা মেঝে থেকে ৬ থেকে ৭ ইঞ্চি উঁচুতে ছিল।
নিহতের স্বামী মুহাম্মদ বাহাদুর ও ছেলে মুহাম্মদ বাবুল বলেন, ৭ থেকে ৮ টি ব্যাংক ও এনজিও সংস্থা থেকে িক কিস্তিতে ঋণ নিয়েছিলাম। সপ্তাহে ১৮ থেকে ২০ হাজার টাকা ঋণ শোধ করতে হতো। ঋণের চাপ থেকে তিনি ্যা করতে পারেন।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লাশটি ময়নাের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের িবেদন পেলে পরবর্তী আগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

হাসনাত-সারজিস-জারাসহ ৫ নেতাকে এনসিপির শোকজ

এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৫ আগস্ট ‘জুলাই...

কলা বাগানে মিলল অর্ধপোড়া লাশ

রাত তখন আনুমানিক সাড়ে ৮টা। এক নিভৃত পল্লীর নির্জন একটি কলা বাগানে গাছের মরা পাতা ও অন্যান্য...

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনই জাতির আকাঙ্ক্ষা: জামায়াত নায়েবে আমির

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনই জাতির আকাঙ্ক্ষা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো....

গাজা দখলের সিদ্ধান্ত ইসরায়েলের ওপর ছেড়ে দিলেন ট্রাম্প

ইসরায়েল পুরো গাজার দখল নিতে চায়। এ জন্য সামরিক অভিযান জোরদার করার পরিকল্পনা করছেন দখলদারদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।...