ডেস্ক নিউজ: নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজও তিনটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীরের নেতৃত্বে সাতকানিয়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (৬ জানুয়ারি) দিনব্যাপী অভিযান চালিয়ে এসব ইটভাটা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ করা ইটভাটাগুলো হলো- সাতকানিয়ার কেওচিয়া তেমুহনী এলাকার মেসার্স শাহজালাল ব্রিকস, মেসার্স সেভেন স্টার ব্রিকস ও মেসার্স নুর হোসেন ব্রিকস। এদের মধ্যে মেসার্স নুর হোসেন ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলার উপ-পরিচালক জমির উদ্দিন বলেন, পরিবেশগত ছাড়পত্রবিহীন ও ইট পোড়ানোর লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে বুধবার সাতকানিয়ায় তিনটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। একটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।