ডেস্ক নিউজ: নগরের আকবরশাহ থানার নাছিয়াঘোনা এলাকা থেকে ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে ১ নং ঝিল পাহাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর নাম- বিবি কুলসুম ওরফে বিউটি বেগম (৩০)। তিনি নুরু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড জানে আলমের স্ত্রী। জানে আলম নুর আলম ওরফে নুরুর আপন ছোট ভাই।
বিষয়টি গণমাধ্যম নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ওসি (তদন্ত) মো. আমিনুল হক।
তিনি বলেন, ১১’শ ৫০ পিস ইয়াবাসহ নুরুর ছোট ভাইয়ের স্ত্রী বিউটি বেগমকে আটক করি। পুলিশের অভিযান টের পেয়ে জানে আলম আগেই পালিয়ে যায়। ওই এলাকায় পুলিশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
উল্লেখ্য গত ২৬ ডিসেম্বর পুলিশ নাছিয়াঘোনা ১নং ঝিল পাহাড় এলাকায় অভিযানে গেলে নুরু বাহিনীর নেতৃত্বে একদল সন্ত্রাসী পুলিশের উপর হামলা চালায়।