আমদানি-রপ্তানি কম, থ্রি মিলিয়নেয়ার পোর্টের তালিকায় থাকছেনা চট্টগ্রাম বন্দর

Date:

Share post:

ডে্ক নিউজ: প্রাণঘাী করোনা ভাইরাসে আানি-রপ্তানি কমেছে ্টগ্রাম বন্দরে। এতে এবারের মিলিয়নেয়ার পোর্টস লিস্ট থেকে বাদ পড়তে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের নাম।

বিশ্বের ৬০টি সমুদ্রবন্দর আছে, যেগুলোয় বছরে ৩০ লাখ বা তিন মিলিয়ন একক কনটেই ওঠানামা করে। কিন্ত করোনায় চট্টগ্রাম বন্দরে ওঠানামা হয়েছে মাত্র ২৮ লাখ টিইইউ কনটেইনার।

বন্দরের পরিচালক (ট্রাফিক) এনামুল করিম বলেন, করোনার কারণে এবার আমদানি-রপ্তানি কমে গিয়েছিল। ২০২০ সাল শেষের দিকে। এ বছরের হিসাবে ওঠানামা হয়েছে ২৮ লাখ টিইইউ কনটেইনার।

বন্দর ব্যবহারকারী ফোরামের আহ্বায়ক ও চট্টগ্রাম চেম্বারের তি মাহাবুবুল আলম জানান, াদেশ থেকে ইউরোপের যেসব পণ্য রপ্তানি হয়, সেসব দেশে এখনো করোনার প্রকোপ বেশি।

‘নতুন করে ইউরোপের অনেক দেশে লকডা দেয়া হয়েছে, যার সামগ্রিক প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে।’

গত বছরই ম্যারিটাইম ওয়ার্ল্ডের আন্তর্জাতিকভাবে স্বীকৃত লয়েডের জরিপে বিশ্বের শীর্ষ কন্টেইনার হ্যান্ডলিং সি-পোর্টের তালিকায় ৬৪তম স্থান পায় চট্টগ্রাম সমুদ্র বন্দর।

চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, এ বছরের এপ্রিল ও মে মাসে করোনার প্রকোপ চলায় রপ্তানি পণ্য হ্যান্ডলিং একদম কমে যায়। এর মধ্যে এপ্রিলে ১৪ হাজার ৭৪৪ ও মে মাসে ৩৩ হাজার ৮৩৬ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং হয়েছে।

তবে জুন থেকে কনটেইনার হ্যান্ডলিং বাড়তে শুরু করে। জুনে ৫২ হাজার ১৪৯ টিইইউ ও জুলাইয়ে ৭৪ হাজার ৮৪৯ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং হয় বন্দর দিয়ে।

আবার স্টে গিয়ে হ্যান্ডলিং কমে আসতে শুরু করে। সেপ্টেম্বরে ৬১ হাজার ২১৩, অক্টোবরে ৫৮ হাজার ৪২০ ও নভেম্বরে হ্যান্ডলিং হয়েছে ৫৭ হাজার ৯৩১ টিইইউ কনটেইনার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ)...

চট্টগ্রামে মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনি, নিহত ২

স্থানীয় প্রতিনিধি সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেজাম উদ্দিন...

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট...

গুলিবিদ্ধ অভিনেতা আজিজুর রহমান আজাদ

সময় ডেস্ক বেশ কিছু নাটক করে বেশ অল্প সময়েই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। নাটকের পর্দায়...