ডেস্ক নিউজ: চেন্নাই থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের। তবে তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন।
রবিবার (২০ ডিসেম্বর) দুপুরে দেশে ফেরার পর ক্যান্সারে আক্রান্ত আব্দুল কাদেরকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।
ভারতের চেন্নাইয়ে চিকিৎসা চলছিল আব্দুল কাদেরের। সেখানে তাঁর কেমোথেরাপি দেওয়ার কথা ছিল। পরিবারের সদস্যরা জানান, তাঁর রক্তের হিমোগ্লোবিন ক্রমশ কমছে। এ অবস্থায় কেমোথেরাপি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরে তাঁকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন তারা।
আব্দুল কাদেরের শারীরিক অবস্থার খবর জানিয়ে তার ছেলে জেমি বলেন, বাবা এখন কিছুটা ভালো। আসলে হাসপাতালের কিছু করণীয় নেই তেমন।
কাদেরের ক্যান্সার ফোর স্টেজে থাকায় তার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বলে পারিবারিক সূত্রে জানা যায়। তাকে চিকিৎসকরা একবার আইসিইউতে নিতে চেয়েছিলেন, পরে আবার পরামর্শ দিয়েছেন আইসিইউতে না নেওয়ার।
আব্দুল কাদের হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। এ ছাড়া তিনি হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাই চরিত্রেও দারুণ প্রশংসিত হন। তিনি বহু নাটক-সিনেমা ও টিভি শোতে অভিনয়ে মুনশিয়ানা দেখিয়েছেন।