ডেস্ক নিউজ: মারা গেছেন আর্জেন্টিনার সাবেক কোচ আলেসান্দ্রো সাবেলা। ২০১৪ বিশ্বকাপে মেসিদের রানার্সআপ ট্রফি জিতিয়েছিলেন সাবেক এই কোচ।
শারীরিক অসুস্থতায় সাবেলার মৃত্যু হয়। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টর্সের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে গোল ডটকম।
গত ২৬ নভেম্বর ‘জরুরিভাবে’ হাসপাতালে নেওয়া হয় সাবেলাকে। পরে বুয়েন্স আয়ার্সের কার্ডিওভাস্কুলার ইনস্টিটিউটে নেওয়া হয়।
দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর মঙ্গলবার হার মানেন সাবেলা। হৃদরোগের সমস্যায় ভুগছিলেন তিনি।
সাবেলার অধীনে আর্জেন্টিনা ৪০ ম্যাচে কেবল পাঁচটি হেরেছিল। তবে জার্মানির কাছে বিশ্বকাপ ফাইনাল হেরে সরে দাঁড়ান নিজেই।
তার হাত ধরেই আর্জেন্টিনা ২৪ বছর পর খেলেছিল বিশ্বকাপের ফাইনাল। জার্মানি ফাইনাল জেতে ১-০ ব্যবধানে।
প্রসঙ্গত, ২০১১ সালে মেসিদের সঙ্গে বাংলাদেশ সফরে এসেছিলেন সাবেলা।