ডেস্ক নিউজ: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে। ভাস্কর্যবিরোধী বক্তব্যে সহযোগিতা করার অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়।
বুধবার (৯ ডিসেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে এ মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।
মামলার বাদী এ বি সিদ্দিকী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় ভাস্কর্যবিরোধী বক্তব্য দেয়ায় হেফাজত ইসলামের ভারপ্রাপ্ত আমির জুনায়েদ আহমেদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ মামুনুল হক ও ইসলামী শাসনতন্ত্রের সৈয়দ ফয়জুল করিমকেও আসামি করা হয়েছে।
উল্লেখ্য, ভাস্কর্য বিরোধী বক্তব্য ও কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় কিছুদিন ধরেই সারাদেশে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।