আওয়ামীলীগের কাছে মুক্তিযুদ্ধের কোন মূল্য নেই বলে মন্তব্য করেছেন মান্না।

Date:

Share post:

আওয়ামী লীগ সরকার নিজেদের পতনের ঘণ্টা শুনতে ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সাবেক নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বলেছেন, ‘ওবায়দুল কাদের শুনেছেন পতনের ঘণ্টা। তাই বলছেন, সব হাইব্রিড, যদি চলে যান তবে খুব সাবধান কোনো মালপত্র নিতে পারবেন না। প্রধানমন্ত্রীও বলেছেন, নিজের চেষ্টায় নির্বাচনে জিততে হবে, আমি কিছু করতে পারবো না।’

শনিবার জাতীয় প্রেসে এক ে মান্না এসব কথা বলেন। ভিআইপি লাউঞ্জে ‘দেশে অব্যাহত ম-খুন-অপহরণ: শংকিত নাগরিক সমাজ’ শীর্ষক এই গোলটেবিলের আয়ো করে ‘আদর্শ নাগরিক আন্দোলন’। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

মান্না বলেন, ‘আওয়ামী লীগের কাছে মুক্তিযুদ্ধের কোনো মূল্যবোধ নেই। আমার তো মাঝে মাঝে মনে হয়, তাদের মূল্যবোধই নেই।’ তিনি বলেন, ‘আজ দেশের নিয়ন্ত্রকের ভূমিকায় কারা? যারা লুট, মিথ্যা, চোখে চোখে প্রতারণা করতে পারে, মানুষের স্ত কল্যাণ সুখ শান্তি ছি নিতে পারে, তারা আজ ক্ষমতায়।’

৫ জানুয়ারির নির্বাচনের সমালোচনা করে মান্না বলেন, ‘৫ জানুয়ারির একটা নির্বাচন, এটা কোনো নির্বাচন? রাজনীতি ও নির্বাচনের নামে ফোর-টোয়েন্টিগিরি আর কী হতে পারে। সেটাই দিব্যি করে চলছেন।’

সরকারের সমালোচনা করে মান্না বলেন, ‘সেদিন রবের বাসায় আমরা ক’জ নিরীহ গেলাম চা খেতে। পুলিশ হাজির। না খেয়ে কি আসা যায়। রব ভাই তো রাগ করে বললেন, যে সারা রাত থাকবো। প্রয়োজনে সেহরি খাবো ‘

আওয়ামী লীগের সাবেক এই নেতা বলেন, ‘সংবিধান পরিবর্তন করা না গেলে ষোড়শ সংশোধনী কী করে হলো। পরিবর্তন করেন। আম চুরি করতে গাছে উঠেছেন আপনারা। নিজ দায়িত্বেই আপনাদের নামতে হবে।’

যারাই গুম ও অপহরণের শিকার হচ্ছেন তারা ফিরে এসেও কথা বলছেন না উল্লেখ করে মান্না বলেন, ‘ফরহাদ মজহারের মতো সাহসী লেখক ফিরে এসেও কথা বলছেন না। আলোতে থেকেও তারা আজ অন্ধকারে। পুরো লাদেশ আজ নৈরাজ্যে পরিণত হয়েছে। এই নৈরাজ্যকর অবস্থা চাই না। এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়। এ অবস্থা বদলাতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা না করা পর্যন্ত এ অবস্থার বদল আসবে না।’

আদর্শ নাগরিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, স্বাধীনতা ফোরামের চেয়ারম্যান আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, নাগরিক ফোরামের চেয়ারম্যান আবদুল্লাহিল মাসুদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

বাসভবন ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া

দীর্ঘ চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। হযরত শাহজালাল...

দেশের মাটিতে পা রাখলেন খালেদা জিয়া

দীর্ঘ চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।...

জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিক্ষকসহ ২১০ জনের বিরুদ্ধে মামলা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদালয়ে (জাককানইবি) জুলাই-আগস্ট আন্দোলনে হামলার ঘটনায় ২১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। এতে...

ধর্ষণ, নির্যাতন ও গর্ভপাত করানোর অভিযোগে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমসহ ছয়জনের বিরুদ্ধে বগুড়া আদালতে মামলা

বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণ, নির্যাতন ও গর্ভপাত করানোর অভিযোগে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমসহ...