ডেস্ক নিউজ: রাউজানে গলায় ওড়না দিয়ে ইটবাধা অবস্থায় এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ( ০ ৮ ডিসেম্বর) সাড়ে ১১টার দিকে রাউজানে গহিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দলইনগর এলাকার পদ্মা পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার এলাকার লোকজন পুকুরটিতে দেখতে পান একজনের মৃতদেহের পা দুটি। পরে থানা পুলিশের এসআই ইসমাইল ঘটনাস্থলে গিয়ে বেলা সাড়ে ১১টার দিকে লাশটি পুকুরপাড়ে তোলেন৷
রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, ‘‘ওই মহিলাকে হয়তো কেউ হত্যা করে পুকুরে ফেলে গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।