ডেস্ক নিউজ: ছোট এবং বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষের বাগদান সম্পন্ন হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) পারিবারিকভাবে বাগদানের পর্ব সম্পন্ন হয়েছে অপর্ণার। আশীর্বাদ অনুষ্ঠানও হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ।
গ্রামের বাড়ি চট্টগ্রামে বর ও কনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা ইরফান সাজ্জাদ, পরিচালক শাফায়াত মুনসুর রানাসহ আরও অনেকেই।
জানা গেছে, অপর্ণা ঘোষের বরের নাম সত্যজিৎ দত্ত। তিনি পেশায় আইটি ইঞ্জিনিয়ার। জাপানে পড়াশোনা করেছেন। আগামী ১০ ডিসেম্বর অপর্ণার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।