ডেস্ক নিউজ: চট্টগ্রামের হাটহাজারীতে ফেটে যাওয়া একটি গ্যাস লাইনের পাইপ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে কাঁচা চারটি দোকান।
সোমবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হাটহাজারী পৌরসভা সদর ভূমি অফিসের দক্ষিণ পার্শ্বে ফেটে যাওয়া একটি গ্যাস লাইনের পাইপ থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের টিম লিডার মো. সাদেক হাসান জানান, সকালে আগুন লাগার খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও মনসুর আলী, মো. খোকন মিয়া, মো. ফোরকান ও মো. রুস্তম আলীর পৃথক চারটি দোকান পুড়ে অন্তত ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।