ডেস্ক নিউজ : চট্টগ্রামে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩৩ জন। এসময় দুইজনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৭ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে এক হাজার ৫৭২ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ২৩৩ জন। নতুন শনাক্তদের মধ্যে ২০৭ জন নগরীর ও ২৬ জন উপজেলার বাসিন্দা।
তিনি বলেন, এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত হয়েছেন ২৬ হাজার ৬৪৩ জন। এর মধ্যে ২০ হাজার ২৬৩ জন নগরীর ও ৬ হাজার ৩৮০ জন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩২৪ জন, এর মধ্যে ২২৯ জন নগরীর ও ৯৫ জন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪৯৩ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৩২ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪২২ জনের নমুনা পরীক্ষা করে ৭৬ জনের ও সিভাসু ল্যাবে ৭০ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ৭৭ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি। বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১২ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জনের ও শেভরণ ক্লিনিক্যাল ল্যাবে ২৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৪ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা ধরা পড়েছে।
জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৯ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।