ডেস্ক নিউজ: আয়কর আদায়ের নামে প্রশাসনের হয়রানি বন্ধ না হলে সব স্বর্ণের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রামের জুয়েলার্স সমিতি।
রবিবার (০৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, করোনার সময় বেশিরভাগ জুয়েলারি ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছে। কেউ ব্যবসা করতে পারেনি। কিন্তু আয়কর আদায়ের জন্য প্রশাসন বিভিন্ন সময় ব্যবসায়ীদের হয়রানি করছে। কোন ব্যবসায়ী আয়কর না দিলে তাকে দুবার নোটিশ দেয়ার কথা থাকলেও সেটি না করে ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে।
এ সময় অবিলম্বে এসব হয়রানি বন্ধ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান নেতারা।