ডেস্ক নিউজ: রাঙামাটির বাঘাইছড়িতে প্রতিপক্ষের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার রুপকারী ইউনিয়নের পাকুইজ্জাছড়ি এলাকার নিজ বাড়িতে তিনি মারা যান।
নিহত যুবকের নাম- ধীমান চাকমা (৩৫)। তিনি ওই এলাকার বৌদ্ধ মঙ্গল চাকমার ছেলে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন জানান গভীর রাতে ধীমান চাকমাকে উদ্দেশ্য করে জেএসএস (সন্তু লারমা) দলের স্বশস্ত্র সন্ত্রাসীরা গুলি চালায়।এতে ঘটনাস্থলেই ধীমান চাকমা মারা যায়। প্রাথমকিভাবে এ হামলার কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।