হাবিবার বিয়ে আজ।

Date:

Share post:

ব্রাহ্মণবাড়িয়ার সরকারি শিশু পরিবারের অনাথ হাবিবা আজ বসতে যাচ্ছেন বিয়ের পিঁড়িতে কসবা উপজেলার সোনাগাঁ ামের বাসিন্দা কনস্টেবল মো. জাকারিয়া আলমের সঙ্গে দুপুরে হাবিবার বিয়ের আনুষ্ঠিকতা শুরু হওয়ার কথা রয়েছে। ই বিয়ের আয়োজনে হাবিবার বাবা হিসেবে দায়িত্ব নেওয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান মেয়ের বিয়েতে কোনও ঘাটতি রাছেন না।

এর ে জাকজমকপূর্ণ আয়োজনে বৃহস্পতিবার রাতে তার গায়ে অনুষ্ঠান শেষ হয়। গায়েহলুদ ও বিয়ের অনুষ্ঠানের জন্য সরকারি শিশু পরিবারের মাঠে বিশাল প্যান্ডেল সাজানো হয়েছে। প্রধান ফটকে নির্মাণ করা হয়েছে বিয়ের তোরণ। জেলা পুলিশের কর্মকর্তারা এসব তদারকি করছেন।

শুক্রবার বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অনেক গণ্যমান্য ব্যহিক্তি। দুপুরে মহা ধুমধামের সঙ্গে বিয়ে হচ্ছে অনাথ শিশু হাবিবার। দুপুরে বিয়ের অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হকসহ আরও অনেকের উপস্থিত থাকার কথা রয়েছে।

হাবিবার বিয়ে উপলক্ষে কনের গলার হার, কানের দুল ও হাতের চুড়ি দেবেন আইনমন্ত্রী আনিসুল হক। বর-কনের আবাসনের নিশ্চয়তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সদরের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বরের জামাকাপড়, কনের সোনার চেইন ও টেলিভিশন দিচ্ছেন ক। পুলিশে কনস্টেবল পদে বরের চাকরির ব্যবস্থা, বিয়ের সাজসজ্জা ও অতিথিদের খাবারের আয়োজন করেছেন পুলিশ সুপার। আর কনে সাজানোর দায়িত্ব পুলিশ সুপারের স্ত্রীর।

গত ১০ বছর আগে ‘অনাথ শিশু’ হিসেবে হাবিবার ঠাই হয় সরকারি শিশু পরিবারে। হাবিবার বতর্মান বয়স ১৮ বছর। জন্মের আগেই হাবিবার বাবা নুরু মিয়া মারা যান। চার বছর বয়সে মা খোদেজা বেগমও চলে যান না-ফেরার দেশে। ছয় বছর বয়সে মামা মোশারফ হোসেন ও মামি লুৎ বেগম তাকে সরকারি শিশু পরিবারে রেখে আসেন। সেখানেই দীর্ঘ এক যুগ কাটিয়েছেন হাবিবা।

সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক রওশন আরা , ‘মেয়েটির জন্য কিছু করার আমার এই ছোট ইচ্ছার বিষয়টি পরিপূর্ণতা পাওয়ায় মানসিক তৃপ্তি পাচ্ছি।’

হাবিবা আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আজ মা-বাবার কথা খুব মনে পড়ছে। তারা বেঁচে থাকলে হয়তো কোথাও আমাকে বিয়ে দিতেন। কিন্তু এমনভাবে হতো না। আমি এতিম ছিলাম। বাবার অভাব এভাবে পূরণ হবে ভাবিনি।’ সবার কাছে দোয়া চেয়ে শিশু পরিবারের অন্যদের বেলায়ও সমাজের সবাইকে এভাবে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘এই জেলার জনপ্রতিনিধি থেকে শুরু করে সুশীল শ্রেণির সবাই বিয়েতে হাবিবার পাশে দাড়িয়েছে। হাবিবা আমাদের জন্য একটি উদাহরণ। আমরা চাইলেই একটি সাধারণ বিষয়কে অসাধারণ রূপ দিতে পারি। শুধু আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। তাহলেই সবার পাশে আমরা দাড়াতে পারব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

সারজিসকে লিগ্যাল নোটিশ

ইশরাকের শপথের রিট খারিজের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উচ্চ আদালতের মর্যাদাহানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির...

নির্বাচনসহ তিন ইস্যুতে রোডম্যাপের আহ্বান এনসিপির

অন্তর্বর্তী সরকারের প্রতি জুলাই ঘোষণাপত্রের পাশাপাশি বিচার, সংস্কার ও জাতীয় নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক...

সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলল যুক্তরাষ্ট্র

সিরিয়ায় দীর্ঘ ১৪ বছর পর নতুন সরকার গঠনের পর দেশটির ওপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে...

সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা

উদ্বেগ-উৎকন্ঠা-গুঞ্জনের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৪ মে) সন্ধ্যা...