আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে কোভিড-১৯ ওয়ার্ড উদ্বোধন করলেন আইজিপি

Date:

Share post:

আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ক্যান্সার রোগীদের চিকিৎসায় প্রশংসনীয় ভূমিকা রাখছে। কোভিড-১৯ আক্রান্ত ক্যান্সার রোগীদের চিকিৎসায় আলাদা ইউনিট স্থাপনের উদ্যোগ দেশের ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ অবদান রাখবে। তাদের মনে বেঁচে থাকার নতুন আশা জাগাবে।’

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) আজ সোমবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে আহছানিয়া মিশন ক্যানসার এন্ড জেনারেল হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত ক্যান্সার রোগীদের ওয়ার্ড উদ্বোধনকালে এ কথা বলেন।

তিনি বলেন, আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ক্যান্সার রোগীদের পাশাপাশি সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। আগামীতেও মানব সেবার ক্ষেত্রে তাদের এ মহতী উদ্যোগ অব্যাহত থাকবে।

আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা করোনা ভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়ছি। রাষ্ট্রকে জনগণের জীবন রক্ষা করতে হয়। আবার জীবিকার ব্যবস্থাও করতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী Life & Livings এর মধ্যে এক অপূর্ব সমন্বয় সাধন করেছেন, যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।

তিনি বলেন, বর্তমান করোনাকালে একক বাহিনী হিসেবে বাংলাদেশ পুলিশের প্রায় ১৪ হাজার ফ্রন্টলাইনার আক্রান্ত হয়েছেন। ৬৩ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনা চিকিৎসার কথা উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং সরকার গঠিত বিশেষজ্ঞ টিম করোনা চিকিৎসা প্রটোকল ও ব্যবস্থাপনায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে সেরা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সাথে আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল যৌথভাবে কাজ করতে পারে।

আইজিপি বলেন, বিশ্বে অনেকবারই মহামারী এসেছে। কিন্তু প্রতিবারই মহামারীর বিরুদ্ধে মানুষের জয় হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনার বিরুদ্ধে আমরাও জয়ী হবো, ইনশাআল্লাহ।

করোনার ভ্যাকসিন আসা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

তিনি হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান এবং তাঁকে অনুষ্ঠানে প্রধান অতিথি করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন করেন।

অনুষ্ঠানে ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম সভাপতিত্ব করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

জিম্মি নাবিকদের উদ্ধার চেষ্টার সময় গুলি বিনিময়

সময় ডেস্ক সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে অভিযান চালিয়েছে অন্য একটি জাহাজ। দুই...

শেষ ম্যাচে ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

সময় স্পোর্টস ডেস্ক সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছিলো বাংলাদেশের মেয়েরা। ১০ মার্চ ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে...

নারী দিবসে নারী কর্মীদের সম্মান জানিয়ে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছেন নারী কর্মীরা

সময় ডেস্ক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট পরিচালনা করেছেন নারীরা। রাজধানীর শাহজালাল...

চিত্র নায়িকা নিপুণ চট্টগ্রাম বিভাগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। জানা গেছে,...