যুক্তরাজ্যে এক বাংলাদেশী বংশোদ্ভুত যুবকের প্রথম মুসলিম সমকামী হিসাবে বিয়ে।

Date:

Share post:

যুক্তরাজ্যের‘প্রথম মুসলিম’হিসেবে সমকামী বিয়ে কছেনে এক বাংলাদেশি বংশোদ্ভূত যুবক। র পশ্চিম মিডল্যান্ডের ওয়ালসাল শহরে বাংলাদেশি বংশোদ্ভূত জাহেদ ুরী এবং সিন ান বিয়ে করেন। মুসলিম সঙ্গীর অংশগ্রহণে এটিই যুক্তরাজ্যের প্রথম সমাকামী বিবাহ বলে দাবি করা হচ্ছে।

ওয়ালসাল শহরের বিবাহ রেজিস্ট্রি অফিসে পাঞ্জাবী-পাজামা পরে বিয়ের পিঁড়িতে বসেন জাহেদ এবং রোগান। তাদের বিয়ের ফুটে তা দেখা গেছে। বিয়ের পর ২৪ বছর বয়সী জাহেদ সংবাদমাধ্যম এক্সপ্রেস এ্যান্ড স্টারকে দেওয়া এক তকারে জানান, বাংলাদেশে থাকাকালীন পরিবারের কাছ থেকে পেতেন না তি। তা ছাড়া স্কুলে লাঞ্ছনার শিকার হতেন জাহেদ। এমনকি স্থানীয় মসজিদে তার প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয় বলেও জানান তিনি।

পরবর্তীতে জাহেদ নিজের লিঙ্গ পরিবর্তনের চেষ্টা করেন। তা ছাড়া হজ্ব পালনে সৌদি আরবে যান। বাংলাদেশেও ধর্মীয় নিয়ম-কানুন পালনে সচেষ্ট হন তিনি। এক পর্যায়ে তিনি আত্মহত্যা করার চেষ্টা করেন। সে স রোগানের সাথে দেখা হয় তার। রোগানকে দেখে জীবনের মানে খুঁজে পান তিনি। তারা ২০১৫ সাল থেকে একসাথে থাকা শুরু করেন। পরবর্তীতে জাহেদ গত বছর স্বামী রোগানের জন্মদিনে তাকে বিয়ের াব দেন।

জাহেদ বলেন, ‘আমার পরিবার মনে করে সমকামীতা একটা রোগ এবং এটি আরোগ্যযোগ্য। তাদের মধ্যে কেউ কেউ আবার এটিকে জীবনের একটি ধাপ বলে বিবেচনা করেন। যারা এ ধরণের ধারণা পোষণ করেন তাদের সবাইকে আমি বলতে চাই, ঠিক আছে। আমরা পুরো বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে আপনি মুসলিম এবং সমকামি দুটিই হতে পারেন।’

জাহেদের স্বামী ১৯ বছর বয়সী রোগান সংবাদমাধ্যশ এক্সপ্রেস এ্যান্ড স্টারকে জানান, প্রত্যেকটা পদক্ষেপে সঙ্গীর পাশে দাঁড়াবেন তিনি। তিনি বলেন, ‘সমকামি হওয়া ভুল কিছু নয়। এটা কোন ধাপ নয়। মানুষের শুধু কিছুটা সমর্থণ দরকার।’

এর আগে যুক্তরাজ্যে মুসলিম সমকামী বিয়ের কথা শোনা না গেলেও এটিই দেশটির প্রথম মুসলিম সমকামী বিবাহ কিনা তা নিশ্চিত করেতে পারেনি সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিস জানিয়েছে, ওই অঞ্চলের ভিন্ন ধর্মালম্বীদের বিয়ের তথ্য ধারাবাহিকভাবে রেকর্ড করা হয়নি। সেজন্য এ ধরণের বিয়ের ব্যাপারে সঠিক তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না।

ইংল্যান্ডের গীর্জাসহ মসজিদ এবং অন্তত ৫০০টি সংস্থার প্রতিনিধিত্বকারী মুসলিম কাউন্সিল অব ব্রিটেন ২০১৩ সালে ইংল্যান্ড এবং ওয়েলসে সমকামি বিবাহ বৈধতার বিষয়ে প্রতিবাদ করে। স্কটল্যান্ডে সমকামী বিবাহ বৈধ ঘোষণা করা হয়েছে। কিন্তু উত্তর আয়ারল্যান্ডে এখনও এটি অবৈধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

চট্টগ্রামে মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনি, নিহত ২

স্থানীয় প্রতিনিধি সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেজাম উদ্দিন...

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট...

গুলিবিদ্ধ অভিনেতা আজিজুর রহমান আজাদ

সময় ডেস্ক বেশ কিছু নাটক করে বেশ অল্প সময়েই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। নাটকের পর্দায়...

ট্রাম্প-মোদির বৈঠকে বাংলাদেশ বিষয়ে কথা হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

আন্তর্জাতিক সময় ডেস্ক ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন,ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...