কে হতে পারেন ভারতীয় দলের নতুন কোচ?

Date:

Share post:

ছবির রাইট Getty Images
Image caption বীরেন্দর শেহাওয়াগ

ীয় ক্রিকেট দলের কোচ নির্বাচনের জন্য আগ্রহী প্রার্থীদের কার নেবার জন্য একটি বোর্ড বসছে আজ সোমবার। সেই বোর্ডে থাকছেন সাচিন েন্লকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লহ্মণ। সব মিলে দশজন প্রার্থী। কিন্তু কোচের চাকরি পাওয়ার পর সেটি রক্ষা করা ভারতে খু্বই কঠিন একটি কাজ।

এর আগে পাকিস্তানের কাছে চ্যাম্পিয়নস ট্রফি পরাজয়ের জের ধরে কোচের পদ ত্যাগ করেন িল কুম্বলে। দলের অধিনায়কের সাথে সম্পর্কে দীর্ঘদিন টানাপড়েন ছিল কোচ কুম্বলের।

সেখানে আজ এমন একজনকে দলকে “হ্যান্ডেল” করার জন্য নির্বাচন করতে হবে যে কিনা খেলোয়াড়দের সাথে বোঝাপড়া তৈরি করতে পারবেন।

প্রার্থীদের তালিকায় রয়েছে রবি শাস্ত্রী, বীরেন্দর সেহাওয়াগ,টম মুডির মত বড় বড় নামও।

আবার এক বাঙালী , যার ক্রিকেট সংশ্লিষ্ট কোন অভিজ্ঞতাই নেই, সেরকম এক ব্যক্তি এবার সিভি পাঠিয়েও চমক সৃষ্টি করেছেন।

ক্রিকেট বিশ্লেষক বরিয়া মজুমদার বলেন, “ভারতীয় ক্রিকেট এখন এমনই একটা লাভজনক ইন্ডাস্ট্রিতে পৌঁছেছে যে ভারতীয় দলের ক্যাপ্টেন বা কোচ সপ্তাহ-জুড়ে ২৪ ঘণ্টাই সংবাদ মাধ্যমের আলোচনার কেন্দ্রে থাকছে। বিশ্বে প্রোফাইলের দিক থেকে, মিডিয়ার দিক থেকে সব মিলিয়ে এমন একটা লোভনীয় পদে পরিণত হয়েছে। গোটা দেশ যেন জানতে চায় কে কোচ হবে? একটা কোচের অ্যাপয়েন্ট নিয়ে যে এটা ঘটতে পারে সেটা এই প্রথম দেখা যাচ্ছে”

ছবির কপিরাইট LAURENCE GRIFFITHS
Image caption রবি শাস্ত্রী

সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী. টম মুডি বীরেন্দর সেহাওয়াগ,সহ সব মিলিয়ে দশজন প্রার্থী হয়েছেন কোচের জন্য। । তবে তার মধ্যে ছয়জনকে নিয়ে িক তালিকা করা হয়েছে।

এ তিনজনের যে কেউ কোচ হতে পারেন বলে মনে করেন মি মজুমদার।

তিনি বলেন, “এই তিনজনের কেউই কোচ হবেন সে বিষয়ে আমার কোন সন্দেহ নেই। সেক্ষেত্রে রবি শাস্ত্রী. এবং বীরেন্দর সেহাওয়াগ বেশি এগিয়ে। কারণ এরা ভারতীয়। ভারতীয় হিসেবে ভারতীয় খেলোয়াড়দের মানসিকতা তারা একটু হলেও বেশি বুঝবেন”।

বরিয়া মজুমদার বলেন, ভারতীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ সিদ্ধান্তটা জানা যাবে। তবে সে পর্যন্ত একটা টানটান উত্তেজনা থাকছেই।

মি মজুমদারের ভাষায়, দেড়-মাসের ওপর এই নাটক চলছে। আজই হয়তো এর সমাপ্তি ঘটবে।

২০১৯ বিশ্বকাপ পর্যন্তে এই‌ কোচের চুক্তি হওয়ার কথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে: রিপোর্ট

রুশ সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে জানিয়েছে, উত্তর-পূর্ব সিরিয়ার আল-হাসাকাহ প্রদেশে একটি মার্কিন সামরিক...

‘বিদেশে পলাতক’ হাছান মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আওয়ামী লীগ সরকারের পতনের পর বিদেশে পালিয়ে যাওয়া দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ ও তার স্ত্রী নূরান...

যুক্তরাষ্ট্রকে আবারও হুঁশিয়ারি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) যুক্তরাষ্ট্রকে আবারও হুঁশিয়ারি দিয়েছে। সংগঠনটির মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ শুরু...

পাল্টা হামলা শুরু করেছে ইরান, দিগ্বিদিক ছুটছে ইসরায়েলিরা

ইসরায়েলি হামলার পর পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান। মধ্য, দক্ষিণ ইসরায়েল ও জেরুজালেম অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে...