কালারস অব লাইফ, ওমেন’স ড্রীমার এবং বিশ্বরঙের যৌথ উদ্যোগ আগামীকাল আগ্রাবাদ হোটেলে দুই দিনের শাড়ী উৎসব শুরু হচ্ছে।

Date:

Share post:

বন্দরনগরী চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে দুই দিনব্যাপী বিশ্বরঙ শাড়ী উৎসব শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। কালারস অব লাইফ এবং ড্রীমার ওমেন’স এর তত্ত্বাবধানে বিশ্বরঙ আয়োজিত এই শাড়ি উৎসবে দেশের সঙ্গীত, নাট্য, ও ফ্যাশন জগতের তারকারা অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক মিট দ্যা প্রেস অনুষ্ঠানে শাড়ী উৎসবের বিস্তারিত তুলে ধরেন কালারস অব লাইফের চেয়ারম্যান শাকিলা গাফ্ফার এবং বিশ্বরঙ এর কর্ণধান দেশের বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা।
এ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে জানানো হয়,বাঙালী ঐতিহ্যে শাড়ি থাক অমলিন শীর্ষক স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে প্রথমবারের মতো শাড়ি উৎসবের আয়োজন করা হয়েছে। ভিনদেশী সংস্কৃতির কারনে শাড়ীর প্রতি অনিহা দুর করে দেশীয় শাড়ীর ঐতিহ্য ফিরিয়ে আনতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এই শাড়ী উৎসবের মাধ্যমে নারীরা আবারো নতুন শাড়ীতেই উজ্জীবিত হবে নতুন স্বপ্নে। শুক্রবার সকালে হোটেল আগ্রাবাদে শাড়ি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রামের বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার রওশনস্ এবং কিডস্ ক্যাম্পের উদ্যোক্তা রওশন আরা চৌধুরী,এবং সুলতানা নুরজাহান রোজি। এছাড়া তারকা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট টেলিভিশন অভিনেত্রী ও চিত্রশিল্পি বিপাশা হায়াত, অভিনেত্রী শম্পা রেজা, তানভীন সুইটি, বিজরী বরকত উল্লাহ, সঙ্গীত শিল্পি সামিনা চৌধুরী এবং ডিজাইনার বিপ্লব সাহা। এই উৎসবে অংশ নিচ্ছে দেশীয় ডিজাইনারদের ২৫টি প্রতিষ্ঠান।
সংবাদ সম্মেলনে কালারস অব লাইফের চেয়ারম্যান শাকিলা গাফ্ফার জানান, শাড়ী উৎসবের মাধ্যমে আমরা দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে যাচ্ছি। এই উৎসবে নারীরা নতুন করে উজ্জীবিত হবে বর্ণিল শাড়িতে। ভিনদেশী সংস্কৃতির আগ্রাসনের মধ্যে এই শাড়ি উৎসব শাড়িতে নতুন রূপে সাজবার অনুপ্রেরণা পাবে। উৎসব চলবে আগামী শনিবার সন্ধ্যা পর্যন্ত। উৎসব চলাকালে তারকা মডেল ও শিল্পিরা বর্ণিল শাড়িতে একাধিক ফ্যাশন কিউতে অংশ নিবেন।
মিট দ্যা প্রেস অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার রওশনস্ এবং কিডস্ ক্যাম্পের উদ্যোক্তা রওশন আরা চৌধুরী, সুলতানা নাসরিন, কোহিনুর রহমান আশা, রোটারিয়ান অধ্যাপিকা ফাতেমা জেবুন্নেসা, কালারস অব লাইফের উপদেষ্ঠা মিয়া বিবি ফ্যাশন হাউজের কর্ণধার সুলতানা নুরজাহান রোজী, রেজাউল করিম, কালারস অব লাইফের এডমিন ফারজানা আক্তার জুঁই, রুহী মোস্তফা, তান্নু রহরমান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

জিম্মি নাবিকদের উদ্ধার চেষ্টার সময় গুলি বিনিময়

সময় ডেস্ক সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে অভিযান চালিয়েছে অন্য একটি জাহাজ। দুই...

শেষ ম্যাচে ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

সময় স্পোর্টস ডেস্ক সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছিলো বাংলাদেশের মেয়েরা। ১০ মার্চ ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে...

নারী দিবসে নারী কর্মীদের সম্মান জানিয়ে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছেন নারী কর্মীরা

সময় ডেস্ক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট পরিচালনা করেছেন নারীরা। রাজধানীর শাহজালাল...

চিত্র নায়িকা নিপুণ চট্টগ্রাম বিভাগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। জানা গেছে,...