সাখাওয়াতের বাসায় আইভী

Date:

Share post:

টানা দ্বিতীয় মেয়াদে নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হয়ে ‘সবাইকে নিয়ে’ নিয়ে কাজ করার যে প্রতিশ্রুতি িনা হায়াৎ আইভী দিয়েছেন, তার সূচনায় তিনি সবার আগে মিষ্টি হাতে গিয়েছেন পরাজিত প্রার্থী সাখাওয়াত হোসেন খানের বাড়িতে।
বৃহস্পতিবার রাতে ভোটের ফল প্রকাশের পর শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আইভী শহরের খানপুর এলাকায় সাখাওয়াতের বাসায় যান। দুই নেতাই এ সময় নারায়ণগঞ্জের উন্নয়নে পারষ্পরিক ার কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আইভী বলেন, “আমি ছি সৌজন্য সাক্ষাতের জন্য। আমি কথা দিয়েছিলাম, হারি বা জিতি, আমি আসব। আমি প্রতিশ্রুতি রক্ষা করতে এসেছি।”
ভোটের মাঠে পরাজিত হলেও নারায়ণঞ্জের উন্নয়নে মেয়রকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন সাখাওয়াত, যিনি সাত খুনের মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে পরিচিতি পেয়েছেন।
“জনগণের জন্য আপনি কাজ করবেন। প্রয়োজনে যে সহযোগিতা লাগে আমি তা দেব।”
সাখাওয়াত বলেন, “… কের শহর, সন্ত্রাসের শহর- এই াম থেকে যাতে নারায়ণগঞ্জ রক্ষা পায়। সেটা আপনার কাছ থেকে আশা করব।
জবাবে আইভী বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তিনি নিজে আগে থেকেই সোচ্চার। তার সেই চেষ্টা অব্যাহত থাকবে।
“আশা করি এবার উনাকেও সাথে পাব, উনিও সোচ্চার থাকবেন। মিলেমিশে কাজ করব, নারায়ণগঞ্জের জন্য কাজ করব।”
আইভীর বাবা প্রয়াত আলী আহমেদ চুনকা স্বাধীনতার পর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম মেয়রের দায়িত্ব পালন করেন। চিকিৎসক হিসেবে পেশাজীবন শুরুর পরপরই ১৯৯৪ সালে আইভী উচ্চশিক্ষার জন্য নিউজিল্যান্ডে চলে যান।
সেখান থেকে ২০০২ সালে ফিরে পরের বছর বিপুল ভোটে নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নারী চেয়ারম্যান হন চুনকার মেয়ে। পৌরসভা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন হওয়ার পর ২০১১ সালে দলের নেতাদের মতের বিরুদ্ধে গিয়েই আইভী ভোটে দাঁড়ান এবং ্দ্রীয় নেতাদের আশীর্বাদপুষ্ট শামীম ওসমানকে হারিয়ে মেয়র নির্বাচিত হন।
এবারের নির্বাচনে আইভীর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সাখাওয়াত, তবে তাতে ফল বদলায়নি। বৃহস্পতিবারের নির্বাচনে নৌকা প্রতীকে আইভী পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। আর সাখাওয়াতের ধানের শীষ পেয়েছে ৯৬ হাজার ৪৪ ভোট।
বৃহস্পতিবার রাতে ভোটের ফলাফল স্পষ্ট হয়ে যাওয়ার পর দের প্রশ্নের জবাবে সাখাওয়াত বলেছিলেন, “নির্বাচন সুষ্ঠু হলেও ভোট গণনায় ত্রুটি হয়েছে।”
অন্যদিকে আইভী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছিলেন, “যারা আমার বিজয়ে সহযোগিতা করেছেন তাদের নিয়ে পথ চলতে চাই। একঙ্গে উন্নয়নের ধারবাহিকতা রক্ষা করতে চাই।”
এরপর শুক্রবার সাকলেই প্রতিদ্বন্দ্বীর বাসায় হাজির হন গত ১৩ বছর ধরে পৌর চেয়ারম্যান ও সিটি মেয়র হিসেবে নগরসেবার দায়িত্ব পালন করে আসা আইভী।
সাংবাদিকদের নে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও একই শহরের বাসিন্দা হিসেবে ভোটের প্রতিদ্বন্দ্বিতার কারণে ‘্ক শেষ হয়ে যায় না’।
“যেহেতু একই শহরে থাকি, অবশ্যই উনার সহযোগিতা আমার লাগবে।… উনার ইশতেহার থেকে প্রস্তাবগুলো নেব, উনার সহযোগিতা নেব। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে থাকার চেষ্টা করব।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

আইনজীবী আলিফ হত্যার অভিযোগপত্রে প্রধান আসামি চিন্ময়

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে প্রধান আসামি করে...

নকল সরবরাহ করতে গিয়ে ছাত্রদল নেতা আটক

টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের সময় মৃদুল হাসান নামের এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই)...

আমি সৌদিতে দারুণ সময় কাটাচ্ছি, আজীবন সৌদিতেই থাকতে চাই : রোনালদো

বিভিন্ন সময় গুঞ্জন উঠেছিল যুক্তরাষ্ট্র, ইউরোপ বা লাতিন আমেরিকার কোনো ক্লাবে পাড়ি জমাতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু সব...

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ৩৪

ভারতে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। দেশটির দক্ষিণাঞ্চলীয়...