নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের মুঠোফোনে কথা বলে ‘দোয়া’ চেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
সোমবার দুপুর ১টায় শহরের ২ নং রেলগেটস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় পার্টির (এরশাদ) প্রেসিডিয়াম মেম্বার এস এম ফয়সাল চিশতি। তিনি বলেন, ‘আইনের বাধ্যবাধকতার কারণে এখানকার এমপি সেলিম ওসমান প্রকাশ্যে কিছু করতে পারছেন না। এ নির্বাচনে সরকারের কোনও পরিবর্তন ঘটবে না। তবে এলাকার শান্তি ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আইভীকে জয়ী করাতে হবে। তাছাড়া আমার সঙ্গে আইভীর কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন, চারদিন আগে সেলিম ওসমানের মোবাইলে ফোন করে কথা বলে দোয়া চেয়েছেন।’