শীর্ষ ব্র্যান্ডের যান বাজারে আনছে এসিআই

Date:

Share post:

বিশ্ে বাণিজ্যিক যানবাহ শীর্ষ উৎপাদন প্রতিষ্ঠান ফোটন মোটর গ্রুপকে বাংলাদেশে আনছে এসিআই মোটরস। প্রতিষ্ঠানটি দেশে ফোটন ব্র্যান্ডের পিকআপ, ডাবল কেবিন পিকআপ, ডাম্প ট্রাক, ট্রানজিট মিক্সচার, বাল্ক সিমেন্ট ক্যারিয়ার ইত্যাদি বাজারজাত করতে চায়।

ফোটন ব্র্যান্ডের যানবাহন দেশের বাজারে বাজারজাত করতে এসিআই মোটরস ও ফোটন মোটর গ্রুপের ম্যে আজ সোমবার ‘এক্সক্লুসিভ ডিলারশিপ ও লোকাল অ্যাসেমব্লিং’ চুক্তি সই হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক এফ এইচ আনসারী ও ফোটন মোটর গ্রুপের িণ এশিয়ার এক্সিকিউটিভ স প্রেসিডেন্ট ডেভিড লি চুক্তিতে সই করেন।

এতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, ফোটন ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট চ্যাং রুই ও এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব৶ত রঞ্জন দাস উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফোটন ও এসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, ফোটন মোটর গ্রুপ র ১ নম্বর বাণিজ্যিক যানবাহন উৎপাদনকারী প্রতিষ্ঠান। বছরে তাদের উৎপাদনের পরিমাণ ৮০ লাখ যান।
এফ এইচ আনসারী বলেন, আগামী নভেম্বরে ফোটন ব্র্যান্ডের যানবাহন বাজারজাত শুরু হবে। কৃষি যন্ত্রের মতো এসব গাড়ির ক্ষেত্রেও া বা জানানোর ৬ ঘণ্টার মধ্যে বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করবে এসিআই। পাশাপাশি আসল যন্ত্রাংশও সরবরাহ করবে তারা।

সুব্রত রঞ্জন দাস বলেন, ফোটন ব্র্যান্ডের যানবাহনে চালকদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন থাকবে। এ ছাড়া ঘুমানোর ভালো ব্যবস্থা থাকবে। ফলে চালকদের ক্লান্ত স্থায় গাড়ি চালাতে হবে না, যা দুর্ঘটনা রোধে ভূমিকা রাখবে।

ফোটন ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট চ্যাং রুই ২০১৯ সালের মধ্যে বাংলাদেশে এসিআইয়ের সঙ্গে যানবাহন সংযোজনের কারখানা প্রতিষ্ঠার কথা জানান। তিনি বলেন, চীনে মের ব্যয় অনেক বেড়ে গেছে। বাংলাদেশে তা অনেক কম। এ কারণে আগামী দিনগুলোতে বিশ্বের বড় বড় উৎপাদকদের নজর থাকবে বাংলাদেশের দিকে। এক সময় এ দেশে গাড়ি উৎপাদনের কারখানা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ)...

চট্টগ্রামে মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনি, নিহত ২

স্থানীয় প্রতিনিধি সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেজাম উদ্দিন...

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট...

গুলিবিদ্ধ অভিনেতা আজিজুর রহমান আজাদ

সময় ডেস্ক বেশ কিছু নাটক করে বেশ অল্প সময়েই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। নাটকের পর্দায়...